মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধবিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং-সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন। প্রশিক্ষণে ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. মোসাদ্দেক হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি
