শেয়ার বিজ ডেস্ক: ইতালিতে সংঘটিত মর্মান্তিক ঘটনায় নিহত সাত কথিত বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে ওই দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাস। দূতাবাস থেকে দেওয়া এক জরুরি নোটিশে জানানো হয়, ‘ইতালি কর্তৃপক্ষের নিকট থেকে এখনও মৃত্যুবরণকারীদের কোনও পরিচয় পাওয়া যায়নি’।
নোটিশে উল্লেখ করা হয়, ‘মৃতদের পরিচয় শনাক্ত করার স্বার্থে পরিবারের সদস্যদের নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা বাংলাদেশ দূতাবাস, রোম, ইটালিতে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।’
ইতালীয় সূত্রের প্রাথমিক তথ্য মতে, অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন ছিলেন বাংলাদেশি, যাদের মধ্যে সাত জন মারা গিয়েছেন এবং অন্যরা মিশরীয় নাগরিক।
এদিকে, বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদল উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলেছেন এবং জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যুবরণকারীদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- ইমরান হোসেন (মাদারীপুর), রতন/জয় (মাদারীপুর), সাফায়েত (মাদারীপুর), জহিরুল (মাদারীপুর), বাপ্পি (মাদারীপুর), সাজ্জাদ (সুনামগঞ্জ) এবং সাইফুল (কিশোরগঞ্জ)।
নোটিশে বলা হয়, মৃতদের সঙ্গে কোনও শনাক্তকারী ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছে। সকলের মৃতদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণের জন্য মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া প্রয়োজন।
লাশ সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় অবস্থিত মর্গে রাখা আছে। লাশ ফেরত পাঠানো বা দাফন সম্পাদনের পূর্ব পর্যন্ত মর্গে রাখা হবে বলে জানা গেছে এবং মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে।
ইতালিতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃতদের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিদল তাদের সঙ্গে কথা বলেছে। ইতালীয় সূত্রের প্রাথমিক তথ্য মতে, অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন ছিলেন বাংলাদেশী, যাদের মধ্যে সাত জন মারা গিয়েছেন এবং অন্যরা মিশরীয় নাগরিক।