বাংলাদেশি কোম্পানি মেসার্স আদনান ফাইবার লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি পশ্চাৎ সংযোগ শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ২ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগে বার্ষিক ২৫ হাজার মেট্রিক টন পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও আদনান ফাইবারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য আলী রেজা মজিদ এবং আদনান ফাইবারের ব্যবস্থাপনা পরিচালক কেএইচ আদনান মেহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
