সিরিজ বোমা হামলা: ১৭ বছর পর চুয়াডাঙ্গার রাকিবের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ২০০৫ সালে দেশব্যাপি সিরিজ বোমা হামলা মামলার দীর্ঘ ১৭ বছর পর চুয়াডাঙ্গায় জেএমবি নেতা শায়খুল ইসলাম ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামীর উপস্থিতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন। পরে পুলিশ প্রহরায় আসামীকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত শায়খুল ইসলাম ওরফে রাকিব বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরন গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের কোটমোড়ে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় এসআই আব্দুল মোতালেব বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান ২০০৭ সালের ৮ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ১৭ বছর পর চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসামীর উপস্থিতি এ রায় ঘোষণা করেন। রায়ে শায়খুল ইসলাম ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের এপিপি গিয়াস উদ্দিন বলেন, রাষ্ট্র পক্ষ আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়। বিজ্ঞ বিচারক জেএমবি নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। এ রায়ে আমরা খুশি।