মুগদায় ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় শান্তা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।  

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে রাতে সে মানিকনগরের তাদের বাড়ির নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

শান্তা মানিকনগরে একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

মুগদা থানার উপ-পরিদশর্ক আবুল হোসেন বলেন, শান্তার মা মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তবে পরিবারের কারো সঙ্গে কোনো সমস্যা বা কথা কাটাকাটি হয়নি। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন সেই বিষয়ে পরিবারের কেউ বলতে পারেনি। ঘটনার পর প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে খবর পেয়ে আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি।