বাংলাদেশ বিজনেস কাউন্সিল সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক নীতি বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা ও এনআরবি সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন দুবাইতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর গেস্ট অব অনার এবং দুবাইতে বাংলাদেশের কনস্যুলার জেনারেল বিএম জামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া ঢাকায় নিযুক্ত আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মাদ আল মুহাইরি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
