ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আবু সালাহ (১৭) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা নিউজ এজেন্সি জানায়, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ওই কিশোরের মৃত্যু হয়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে সিলাত আল হারিথিয়া গ্রামে পৌঁছায় ইসরায়েলি সেনারা। গত বছর এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মত জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রাসে আসে। সে সময়ই আবু সালাহকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনাদের ওপর বিস্ফোরক ছুঁড়েছে। তাদের প্রতিহত করতে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তবে ওই কিশোরের মৃত্যুর বিষয়ে পরিষ্কারভাবে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গুলি বিনিময়ে আরও ১০ জন আহত হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর হোমেশ শহরের অবৈধ ইহুদি আউটপোস্টের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে এক ইসরায়েলি হত্যার ঘটনায় মোহাম্মত জারাদাতকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যেখানে মোহাম্মত জারাদাত থাকেন সেই বাড়িটি ধ্বংস করে দেওয়া হবে।