মুন্সীগঞ্জের ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও এক শিশু।

মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকার টঙ্গীবাড়ী-বালিগাঁও সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুরের চরভদ্রাসন এলাকার শহিদুল মাদবরের স্ত্রীর শিউলী বেগম (৪৫) ও তার মেয়ে পুতুল আক্তার (২০)। দুর্ঘটনায় আহত নিহত পুতুলে শিশু মেয়ে আনিসা (২) ও সিএনজি চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শিউলী বেগম ও মেয়ে আনিসাকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরের বাড়িতে ফিরতে ফিরছিলেন পুতুল আক্তার। পথে তাদের বহনকারী সিএনজিটি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেতে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই শিউলী বেগম ও পুতুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুর্ঘটনায় আহত শিশু আনিসা ও সিএনজি চালককে তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এই ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার বাবুল (৩৮)কে আটক করা হয়ছে। আহত শিশু ও সিএনজি চালককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনী পদক্ষেপ শেষে নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।