আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

শেয়ার বিজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের মিডিয়া অফিসার মো. শাজাহান সিকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ও জোন কমান্ডারের একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।