কভিডে মৃত্যু ছাড়াল ৬০ লাখ

শেয়ার বিজ ডেস্ক: কভিডে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে কভিড আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৬০ লাখ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ১০ হাজার। এতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ১৯ লাখ। খবর: বিবিসি, এএপপি।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, জার্মানি, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও জাপান।

গতকাল শুক্রবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৫৬৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে অর্ধ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৭৫৩ জনে। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ১০৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ দুই হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ২৮৯ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ২৪ হাজার ২৬৫ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯১ জন এবং মারা গেছেন এক হাজার ২৫৮ জন। ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত আট কোটি আট লাখ ৪৩ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৩ হাজার ২৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৫৪ হাজার ১১ জনের।

ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৫৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়।