ডেকো-ইশো গ্রুপের গ্রুপ হেড অ্যাডমিনের দুবাই গমন

ডেকো-ইশো গ্রুপের সিএইচআরও ও গ্রুপ হেড অব অ্যাডমিন চৌধুরী কোয়াসেদ সম্প্রতি ৩০তম বিশ্ব এইচআর কংগ্রেসে কিনোট স্পিকার হিসেবে যোগদানের লক্ষ্যে দুবাই গমন করেন। ওয়ার্ল্ড এইচআর ফেডারেশনের আমন্ত্রণে তিনি সেখানে যান। অনুষ্ঠানে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ এইচআর লিডারের সম্মানে ভূষিত হন। বিজ্ঞপ্তি