কভিডে দুজনের মৃত্যু, শনাক্ত ৭২

নিজস্ব প্রতিবেদক: দেশে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কভিডে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা পর্যন্ত) কভিডে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২ জন। আর এ সময়ে মারা গেছেন আরও দুজন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

তার আগের দিন ৬৯ জন নতুন শনাক্ত আর একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ, তার আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৭২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন। আর মারা যাওয়া দুজনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ১২২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৭৬ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে আট হাজার ৫০টি আর

নমুনা পরীক্ষা হয়েছে আট হাজার ৭৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৬৭ হাজার ৫১৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৪৭ হাজার ১২১টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন পুরুষ আর একজন নারী। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৯৩ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৫২৯ জন।