ইমপেরিয়াল হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতালের মধ্যে চুক্তি

চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতালের (চেন্নাই) মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর হয়। ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে ডা. রবিউল হোসেন এবং অ্যাপোলো হাসপাতালের পক্ষে গ্রুপ প্রেসিডেন্ট দীনেশ মাধবেন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস, পরিচালনা পর্ষদ সদস্য এমএ মালেক, শওকত হোসেন, অদ্যাপক ডা. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং নাফিদ নবী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি