পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ নীতিমালা-২০১৯ এর আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদানের জন্য সোনালী ব্যাংক লিমিটেড, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য, সোনালী ব্যাংকের পক্ষে ডিএমডি মো. মুরশেদুল কবির এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে ট্রেজারার কমোডর এ কে এম মারুফ হাসান স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
