ভারত সরকারের আয়ুশ (স্বাস্থ্য) মন্ত্রণালয় তাদের নিজস্ব অর্থায়নে ৩ বছরের জন্য অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমিকে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইউনানি চেয়ার হিসেবে পাঠিয়েছেন। এতে দুদেশের মধ্যে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একটি মাইলফলক সৃষ্টি হলো। মনোয়ার হোসেন কাজমির যোগদান উপলক্ষে গতকাল হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এতে হামদর্দ বাংলাদেশের মোতাওয়াল্লি ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি ড. আবুল খায়েরসহ পরিচালকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
