স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএআইএনসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএআইএনসির পরিচালনা পর্ষদের সভা গত মঙ্গলবার স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএআইএনসির পরিচালক কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আলী রেজা, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন গাজী মাহমুদ হাসান, হেড অব রেমিট্যান্স রেবেকা সুলতানা এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএআইএনসির সিইও মোহাম্মদ মালেক অংশ নেন। বিজ্ঞপ্তি