ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৯ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম গোলাম ফারুক। তিনি জরুরি বিভাগের ওয়ার্ডবয়। গত ৬ এপ্রিল দুদকের সহকারী পরিচালক নজরুল ইসলাম সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি (নম্বর ২) দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, চাকরি দেয়ার কথা বলে তিনি সবুজ মিয়া, কারিমুল ইসলাম ও মশিউর রহমানের কাছ থেকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা নিয়েছেন। যা দণ্ডবিধির ১৬২/৪২০ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।