প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর চরপাড়ায় ফুটপাতের দোকানের চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৬ এপ্রিল রাতে নিজ বাসার সামনে বন্ধুদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হয় শরীফ চৌধুরী ওরফে শান্ত (২১)। এরইমধ্যে খুনের সাথে জড়িত থাকার অভিযোগে তিন আসামীকে আলামতসহ গ্রেপ্তার করেছে ময়মনসিংহ পিবিআই।
গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে আসামীরা। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান আসামী কাশিগঞ্জের নুর মোহাম্মদের ছেলে রাকিবুল হাসান তপু, সানকিপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে শান্ত ইসলাম (২০) ও পরানগঞ্জ ভাটিপাড়ার কেরামত আলীর ছেলে আরিফুজ্জামান আরিফ (২২)।
ময়মনসিংহ পিবিআই এর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আজ শনিবার দুপুরে নগরের পিবিআই কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ৬ এপ্রিল রাত ১২ টার দিকে চরপাড়া ২১০, মন্ডল প্লাজা চৌধুরী ক্লিনিকের গলিতে শরীফ চৌধুরী শান্ত (২১)কে বুক, পেট, হাত ও মুখে উপূর্যপুরি ছুরিকাঘাতে খুন করা হয়।
ঘটনার একদিন পর পিবিআই সিসিটিভির ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীরা নিহত শরীফের বন্ধু। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছে, তারা চরপাড়া এলাকার ফুটপাতে দোকানে সাপ্তাহিক চাঁদাবাজি করতো। ১০/১৫ দিন আগে নিহত ডিসিস্ট শরীফ নিজস্ব গ্রুপ তৈরী করে চাঁদাবাজির জন্য আধিপত্য সৃষ্টি করে। তার প্রতিশোধ নিতেই আসামীরা পরিকল্পিতভাবে শরীফকে খুন করে ।
পুলিশ সুপার আরও জানান, আসামীরা বলেছে, খুনের সাথে তারা ৫ জন জড়িত। ঘটনার জড়িত অপর ২ আসামীকে গ্রেপ্তারে চেষ্টার অব্যাহত রয়েছে। আলামত হিসেবে আরিফের দেয়া তথ্য মতে পরানগঞ্জ ভাটিপাড়া তার গ্রাম থেকে খুনে ব্যবহৃত ২টি চাকু ও মোবাইল উদ্ধার করা হয়েছে।