প্রিমিয়ার ব্যাংক ও টিভিএস অটোর মধ্যে বাইক ঋণ চুক্তি স্বাক্ষর

‘মোটরসাইকেল ঋণ’ অর্থায়নের জন্য সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা কাজী আহসান খলিল, এসইভিপি এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান শামীম মুর্শেদ, টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি অনুযায়ী প্রিমিয়ার ব্যাংকের অফিসাররা ‘টিভিএস’-এর মনোনীত শোরুম থেকে গ্রাহকদের ঋণ আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবেন। বিজ্ঞপ্তি