ইসলামাবাদে আসার প্রস্তুতি নিতে বললেন ইমরান

শেয়ার বিজ ডেস্ক: এবার রাজধানী ইসলামাবাদে আসতে নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বললেন পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। খবর: ডন।

লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আরও একবার দলের শক্তি প্রদর্শন করল ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

বহুল আলোচিত এই সমাবেশ অনুষ্ঠিত হয় লাহোরের গ্রেটার ইকবাল পার্কে। এতে নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠসহ হাজারো মানুষ অংশ নেন। তারা সেøাগানে সেøাগানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থন জানান।

সভায় আগতরা বিদেশি প্রভুদের ছড়ি ঘোরানোর প্রতিবাদ জানান। সার্বভৌমত্ব ও আত্মসম্মানবোধের প্রতি সমর্থন জানান তারা।

এ সময় প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র পেতে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিতে গোটা জাতির প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। তিনি জানান, তাকে ক্ষমতাচ্যুত করে যারাই ভুল করুক, তার একমাত্র সংশোধন হলো নতুন নির্বাচন।

মিনার-ই-পাকিস্তানের পাদদেশে বিশাল এই সমাবেশে নতুন সরকারকে আক্রমণ করেও বক্তব্য দেন ইমরান। তিনি বলেন, আমরা কখনও এই আমদানি করা সরকারকে মেনে নেব না। বিরোধী দলের কর্মী-সমর্থকসহ যারা ‘বিদেশি প্রভুদের দাসত্ব থেকে মুক্তি’ চান, তাদের সবাইকে সর্বত্র প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং ইসলামাবাদে আসতে তার ডাকের জন্য অপেক্ষা করতে বলেন ইমরান খান।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও পুলিশের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, তিনি কোনো সংঘাত চান না। কিন্তু ‘স্বাধীনতা আন্দোলন’ আরও জোরদার হবে। ‘প্রকৃত স্বাধীনতা’ ও গণতন্ত্র অর্জনে নতুন নির্বাচনের ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকার জন্য সমাবেশে উপস্থিত জনতাকে শপথ করান তিনি।

এদিকে পাকিস্তানে সফর করছেন যুক্তরাষ্ট্রের নারী আইনপ্রণেতা ইলহান ওমর। দেশটিতে গত সপ্তাহে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো আইনপ্রণেতা ইসলামাবাদে এলেন। সব ছাপিয়ে এখন পাকিস্তানের রাজনৈতিক বিতর্কের বিষয় ইমরান খানের সঙ্গে তার বৈঠক। সদ্যবিদায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করে আসছেন, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল।