স্টার ফিড মিলের সঙ্গে আমান ফিডের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: স্টার ফিড মিলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, চুক্তি অনুযায়ী ফিড উৎপাদনের জন্য স্টার ফিড মিলকে সব ধরনের কাঁচামাল সরবরাহ করবে আমান ফিড। কোম্পানিটি মাসে ৬ হাজার মেট্রিক টন ব্রয়লার অ্যান্ড লেয়ার খাদ্য উৎপাদন করবে; যা আজ ১২ মে থেকে কার্যকর হবে এবং উৎপাদিত খাদ্য আমান ফিড তাদের বিদ্যমান নেটওয়ার্কসের মাধ্যমে সারাদেশে বিক্রি করবে। এই চুক্তি কার্যকর হলে আমান ফিডের খাদ্যপণ্য বিক্রি বেড়ে ৭২ হাজার মেট্রিক টন পর্যন্ত হতে পারে। এতে টাকার অঙ্কে বিক্রির পরিমাণ বাড়বে প্রায় ৩৪৫ কোটি টাকা। আর মুনাফা হতে পারে ১০ কোটি টাকা।

বিবিধ খাতের এ কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৩০ কোটি ৯৭ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৩৯ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানির মোট ১৩ কোটি ৯ লাখ ৭০ হাজার ৪০০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৬৩ দশমিক ২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ২৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৫ শতাংশ এবং বাকি ২৬ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ৫৩ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ২৩ পয়সা।