সিলেট মহানগরে গণস্বাস্থ্যকেন্দ্রের ত্রাণ বিতরণ

সিলেট মহানগরে গণস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। সিলেট মহানগর এলাকার বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট, বাসা-বাড়ি ও ক্ষতিগ্রস্ত ড্রেন কালভার্ট ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্লাবিত এলাকার ময়লা-বর্জ্য পরিষ্কার করা, পচা দুর্গন্ধ এড়াতে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে গণস্বাস্থ্যে কেন্দ্রের শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

সিসিক মেয়র বলেন, বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের এখনও খাবারের সংকট রয়েছে। খাদ্য সংকট নিরসনে সিসিকের ত্রাণ তৎপরতাও চলমান আছে। সরকারের উদ্যোগের পাশাপাশি দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সেবা সংস্থা। বন্যার্তদের খাবার সংকট, স্বাস্থ্য সেবাদানসহ সার্বিক সহযোগিতায় গণস্বাস্থ্যসহ যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সিসিকের ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুরে কাউন্সিল কার্যালয়ে গণস্বাস্থ্যের শুকনো খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মোস্তাক আহমদ প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের মানব সম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, গ্রামীণ স্বাস্থ্য কার্যক্রম পরিচালক ডা. এ কে এম হালিমুর রেজা, শান্তিগঞ্জ গণস্বাস্থ্য কেন্দ্রেরের পরিচালক আবদুল আওয়াল, সমাজসেবক হাজী সোয়েল আহমেদ খান টুনু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। এ সময় মাছিমপুর এলাকায় ২০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন সিসিক মেয়র। বিকাল ৪টায় সিসিকের ২২নং ওয়ার্ডে শাহাজালাল উপশহরে এক হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। গণস্বাস্থ্যের কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলর সালেহ আহমেদ সেলিম ও পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সহকারী শফিউল আলম জুয়েলসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট মহানগরের বন্যাকবলিত এলাকাগুলোতে  ৫ হাজার পরিবারের মধ্যে শুকনো খ্যাদ্য বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি