ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সম্প্রতি রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ইউনানি মেডিসিনে গবেষণা পদ্ধতি বিষয়ে এক হাইব্রিড সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক হামদর্দ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম ইউসুফ হারুন ভ‚ঁইয়া। গেস্ট অব অনার ছিলেন ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশে নিযুক্ত ইউনানি চেয়ার অধ্যাপক মুনাওয়ার হোসেন কাজমি ও ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি হাকিম মহসিন দেহলভী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশনের কারিগরি উপদেষ্টা ডা. ইউনুস ইফতেখার মুন্সি। বিজ্ঞপ্তি
