এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোগে প্রশিক্ষণ

সম্প্রতি এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এ আয়োজনে ৩০ জন নারী উদ্যোক্তাকে এসএমই ফাউন্ডেশন প্রাঙ্গণে ফাইন্যান্সিয়াল লিটারেসি ও ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ, লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব এসএমই মো. কামরুজ্জামান খান, হেড অব স্মল বিজনেস নুরুল ইসলাম, নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান হানিয়াম মারিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি