বায়তুল মোকাররমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ডিজিটাল ইসলামি লাইব্রেরি নির্মিত হবে। নিজ অর্থায়নে এ লাইব্রেরি করে দেয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর। গত বৃহস্পতিবার রাতে কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০০ জন সামর্থ্যহীন মানুষকে ওমরায় পাঠানোর কথাও জানান তিনি। বিজ্ঞপ্তি
