প্রতিনিধি, ফরিদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহŸায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে আওয়ামী লীগ অফিস থেকে একটা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবলীগের আহŸায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহŸায়ক শামীম তালুকদার, যুগ্ম আহŸায়ক শাহ সুলতান খান রাহাত, যুবলীগের সদস্য ইতমাম হাসিন চৌধুরী, রুকসুর সাবেক ভিপি আকুন্দ মোহাম্মদ কাউসার, শহর যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসিবুর রহমান জামি, থানা যুবলীগ নেতা টুটুল বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কট‚ক্তি করা হলে আগামীতে দাঁতভাঙা জবাব দেয়া হবে। তারা বলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। অথচ বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধী চক্র দেশকে পেছনের দিকে ঠেলে নেয়ার পাঁয়তারা করছে।
বক্তারা আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার জন্য এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ওপর হত্যার হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।