শেয়ার বিজ ডেস্ক: মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর আগামীকাল প্রথম কর্মীদের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। খবর: দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার সকালে টুইটার কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন টেসলা সিইও।
গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান তিনি। প্রায় চার হাজার ৪০০ কোটি ডলারে এই প্রতিষ্ঠানটি কেনেন তিনি। টুইটার কেনার জন্য ব্যাংক থেকে বিপুল ঋণ নেন মাস্ক। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দেন তখন।
পাশাপাশি খরচ কমানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলোকে জানান তিনি। কয়েক দিন আগে টেসলায় কর্মখালি রয়েছে বলে একটি টুইট করেন মাস্ক, যার জেরে তাকে নিয়ে বেশ ট্রল করা হয়।
অনলাইন চাকরির ওয়েবসাইট ও চাকরি-সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লাসডোরের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও ডেটা সায়েন্টিস্ট ড্যানিয়েল ঝাও টুইটারে জানান, গত ২৪ থেকে ৩০ এপ্রিলের মধ্যে টুইটারে চাকরির বিষয়ে প্রার্থীদের আগ্রহ ২৬৩ শতাংশ বেড়েছে।