মনির আহমদ একাডেমিতে বিজ্ঞান-বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলাস্থ মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজে বিনা মূল্যে ব্লাড গ্রুপিং ও হেপাটাইটিস বি রুটিন পরীক্ষা এবং বিজ্ঞান-বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ঢাকার পরিচালক অণুজীব বিজ্ঞানী ড. সেজুতি সাহা। বিজ্ঞপ্তি