বাংলাদেশ ফাইন্যান্স ও সাপ্লাই লাইনের মধ্যে চুক্তি

টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অন্তর্ভুক্তির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স ও সাপ্লাই লাইন লিমিটেডের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ এবং সাপ্লাই লাইনের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইরফান রফিক চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সুমন কুমার কুণ্ডু, প্রিন্সিপাল ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. জহির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি