সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের (প্রাইম ব্যাংক আই হাসপাতাল) সিইও ডা. ইকবাল আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রাইম ব্যাংক আই হাসপাতাল থেকে মেডিকেল সেবা গ্রহণে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের স্ট্র্যাটেজিক বিজনেস অ্যালায়েন্স ম্যানেজার মোহাম্মদ আব্দুল জলিল খান এবং প্রাইম ব্যাংক আই হাসপাতালের সমন্বয়ক লাবিব তাজন উৎসবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
