নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

শেয়ার বিজ ডেস্ক: নেত্রকোনায় বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হওয়া রেলসেতুটি মেরামত করা হয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ৫ দিন পর আবারও শুরু হয়েছে নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল। গতকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে হাওর এক্সপ্রেস নামে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়েছে। খবর: ঢাকা পোস্ট।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথিপুর স্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এখন থেকে এ রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, এর আগে গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতিথিপুর রেলস্টেশন-সংলগ্ন ইসলামপুর এলাকায় থাকা রেলসেতুটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় মোহনগঞ্জ স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন আটকা পড়েছিল।

তবে ঘটনার এক দিন পর বারহাট্টা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারাদেশে ট্রেন চলাচল করছিল।

সচল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর:  এদিকে টানা ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আমাদের বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটেই বিমান উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ সব সরকারি ও বেসরকারি বিমানের পাশাপাশি দুপুর ১২টা ৩৫ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বাংলাদেশ বিমান।

এর আগে গত শুক্রবার বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি প্রবেশ করায় সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।