সাউথ বাংলা ব্যাংকের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মোকাদ্দেস আলী। সভায় ২০২১ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ দেয়া হয়। বিজ্ঞপ্তি