শেয়ার বিজ ডেস্ক: দ্য ডায়েরি অব আ ইয়াং গার্ল বা দ্য ডায়েরি অব অ্যানে ফ্রাঙ্ক প্রকাশিত হওয়ার পর বইটি বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। এই বই বা দিনলিপি প্রকাশের ৭৫ বছর পূর্ণ হলো গতকাল। খবর: ইয়াহু নিউজ। বইটি লিখেছিলেন অ্যানে ফ্রাঙ্ক। তাকে শ্রদ্ধা জানাতে সার্চ ইঞ্জিন গুগল বিশেষভাবে সেজেছিল গতকাল। বলা হয়, এই বই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রামাণ্য দলিল।
অ্যানে ফ্রাঙ্কের ডায়েরি একটি অল্পবয়সী ইহুদি মেয়ের আত্মজীবনী, যিনি একটি ডায়েরিতে তার চিন্তাভাবনার কথা লিখেছিলেন। সেই বই প্রকাশের পর বিশ্ব কেঁপে ওঠে। ইতিহাস বলে, জার্মান নাৎসি বাহিনী যখন নেদারল্যান্ডসে অভিযান চালায়, তখন অ্যানে ও তার পরিবার একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন। অ্যানা তার এই লুকিয়ে থাকা দিনগুলোর বর্ণনা লেখা শুরু করেন। তিনি ১৯৪২ সালে তার ১৩তম জš§দিনে বাবার কাছ থেকে একটি লাল-সাদা চেক প্রিন্টের কাপড়ে মোড়ানো ছোট্ট লক লাগানো অটোগ্রাফ খাতা পান। এই খাতাতে ১৯৪২ সালের ১২ জুন থেকে তিনি তার দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, কারও সঙ্গে কথা না বলতে পারা, নেদারল্যান্ডসের অধিবাসী ইহুদিদের জীবনযাপন, বিধিনিষেধ এবং পরবর্তীকালে অ্যানা নিজের অনুভূতি, বিশ্বাস প্রভৃতি সম্পর্কে লেখেন।
অ্যানে ডায়রিটিকে কিটি বলে সম্বোধন করতেন। ১৯৪৪ সালের ১ আগস্ট পর্যন্ত লেখেন অ্যানে। এরপর ৪ আগস্ট তিনি ও তার পরিবার নাৎসি বাহিনীর হাতে ধরা পড়েন এবং সেখনেই ১৯৪৫ সালে টাইফাসে আক্রান্ত হয়ে মারা যান।