কুড়িগ্রাম বিআইডব্লিউটিএ’র অর্থ ও ত্রাণ বিতরণ

প্রতিনিধি, কুড়িগ্রাম: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের নেতৃত্বে দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার বন্যাদুর্গত এলাকায় গতকাল ত্রাণ বিতরণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ মনোনীত ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. ছাইদুর রহমান ও উপপরিচালক (অর্থ) মো. রফিকুল ইসলাম, উপপরিচালক নাঈম মোহাম্মদ, সহকারী পরিচালক (প্রশাসন) মো. আশরাফুর রহমান কুড়িগ্রামের ডিসির কাছে বন্যার্তদের জন্য নগদ চার লাখ টাকা ও দুই লাখ টাকার ত্রাণসামগ্রী, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নগদ দেড় লাখ টাকা ও এক লাখ টাকার ত্রাণসামগ্রী এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি ও রাজিবপুর সদর ইউনিয়নে আড়াই হাজার বাগ ত্রাণসামগ্রী (চাল ৭ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও তেল ১/২ কেজি)  বন্যাদুর্গতদের মধ্যে বিতরণ করা হয়।