বন্দুক হামলায় নরওয়েতে নিহত ২

শেয়ার বিজ ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোর একটি নাইট ক্লাব ও নিকটবর্তী কয়েকটি সড়কে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। খবর: রয়টার্স।

গতকাল শনিবার অসলোর একটি নাইট ক্লাবে হামলা চালায় এক বা একাধিক বন্দুকধারী। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। গুলিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত দুজনের, আহত ১৪ জন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

অসলো পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, বন্দুক হামলায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দ্য লন্ডন পাব নামের ওই ক্লাব সমকামীদের কাছে জনপ্রিয় একটি পানশালা ও নাইট ক্লাব। এর অবস্থান নরওয়ের প্রাণকেন্দ্রে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন, আমি এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখি। এসেই তিনি গুলি শুরু করেন।

অসলো পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আরও হামলাকারীর খোঁজে এলাকাজুড়ে তল্লাশি চলছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গতকাল দিনশেষে অসলোয় বার্ষিক ‘প্রাইড প্যারেডের’ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ঈদুল আজহার আগে বন্দুক হামলায় রক্তাক্ত হয়েছিল অসলোর মসজিদ। শহরটির উপকণ্ঠে বেইরুমের একটি মসজিদে হামলা চালিয়েছিল এক বন্দুকধারী। এর আগে ২০১১ সালে বন্দুক হামলায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল। তারপর নরওয়েতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার দাবি ওঠে।

এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। মাসখানেক আগেও যা কল্পনাতীত ছিল, সেটাই বাস্তব হয়ে গেল এবার। যদিও এখনও হোয়াইট হাউসের চূড়ান্ত সম্মতি পাওয়া বাকি। এই পরিস্থিতিতে তা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এ পথে হাঁটতে পারে নরওয়েও।