এটিএম সেলিম সরোয়ার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই হাটের বিয়ালা মোড়ে সড়কের জায়গা দখল করে মার্কেট ঘর নির্মাণের কাজের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, সরকারি কবরস্থানের জায়গাও দখলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে এলাকায় তাকে ভূমিদস্যু হিসেবেই জানেন সবাই। জনস্বার্থে সরকারি জায়গা উদ্ধারের জন্য স্থানীয় খাজেল হোসেন নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়েরও করেছেন। তারপরও রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে ওই জায়গাতে স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন তিনি।
তার জায়গার সামনে সরকারি ৫ শতক জায়গা আছে এমন কথা স্বীকার করে প্রভাবশালী ময়দুল হাসান তালুকদার বলেন, যে জায়গায় নির্মাণকাজ হচ্ছে সে জায়গা আমার। কোনো সরকারি জায়গা নয়। তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা। আর মামলা চলমান রয়েছে। আমাকে হয়রানি করার জন্য মূলত এ মামলা করা হয়েছে।
মামলার বাদী খাজেল হোসেন বলেন, জনস্বার্থে এবং সরকারের পক্ষে ওই জায়গা উদ্ধারের জন্য আমি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছি। কিন্তু আদালতকে অবমাননা এবং কোনো কিছুর তোয়াক্কা না করে ময়দুল হাসান তালুকদার প্রভাব বিস্তার করে ওই জায়গায় নিজস্ব মার্কেটের কাজ চলমান রখেছে। যে ব্যক্তি আদালতকে অবমাননা করে নির্মাণকাজ করতে পারে সে আসলেই ভয়ানক লোক বটে। এর সঠিক বিচার হওয়া দরকার।
সরজমিনে গিয়ে জানা যায়, কালাই উপজেলার মাত্রাই হাটের বিয়ালা মোড়ে এবং মাত্রাই উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে স্থানীয় প্রভাবশালী ময়দুল হাসান তালুকদারের ৯ শতক জমি রয়েছে। তার জায়গার পূর্ব এবং দক্ষিণ পাশে বিয়ালা মোড় রাস্তায় সরকারি ৫ শতক জমি রয়েছে। ময়দুল হাসান তালুকদার তার জায়গার সামনে সরকারি জায়গাসহ মার্কেটের ঘর নির্মাণের কাজ করেন। সে সময় সরকারি জায়গা উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টাও করেছেন। কিন্তু ময়দুল হাসান তালুকদার সেসব কর্ণপাত না করে ঘর নির্মাণের কাজ চলমান রেখেছেন।
জনস্বার্থে সরকারি জায়গা উদ্ধারের জন্য স্থানীয় খাজেল হোসেন নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৮০/২০১৮। তবুও প্রভাবশালী ময়দুল হাসান তালুকদার কোনো কিছুর তোয়াক্কা না করে সরকারি জায়গায় নিজস্ব মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এছাড়া তিনি সরকারি কবরস্থানের জায়গা নিজ দখলে নিয়ে ব্যবহার করে আসছেন।
মাত্রাই বাজারের বাসিন্দা ও স্থানীয় তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন জানান, নিজের জায়গা পেছনে রেখে সরকারি জায়গায় জোরপূর্বক নিজস্ব মার্কেট ঘর নির্মাণ করেছেন ময়দুল হাসান তালুকদার এটা বাজারের অধিকাংশ লোকজনই জানেন। সবাই নিষেধ করেছে তবু শোনেননি তিনি। সরকারি জায়গাতে যাতে করে ঘর উঠাতে না পারে সেজন্য খাজেল নামে একজন লোক আদালতে মামলাও করেছে। তবুও তিনি ঘর নির্মাণের কাজ করেই যাচ্ছেন। জোর যার মুল্লুক তার।
আব্দুল মতিন নামে আরেকজন বলেন, জোরপূর্বক সরকারি জায়গায় ব্যক্তিগত মার্কেট ঘর নির্মাণ করছেন ময়দুল হাসান তালুকদার। সে কোন ক্ষমতায় সরকারি জায়গায় কাজ করছেন তা এলাকাবাসী জানতে চাই। এছাড়া তিনি সরকারি কবরস্থান দখল করে নিজ কাজে ব্যবহার করে আসছেন। এলাকায় লোকজন মারা গেলে সেখানে কবর দেয়ার জায়গা পাওয়া যায় না। এতে বিড়ম্বনায় পড়তে হয় এলাকাবাসীকে।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।