বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তা বিনিয়োগ বিতরণ এবং সামাজিক দায়বদ্ধতার আওতায় সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তাদের বিনিয়োগ বিতরণের চেক এবং সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। বিজ্ঞপ্তি
