সোনালী ব্যাংক লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালক এ কে এম কামরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, মহাব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাস ও কোম্পানি সচিব তাওহিদুল ইসলাম অংশ নেন। বিজ্ঞপ্তি
