শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) পক্ষ থেকে সম্প্রতি সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে চাল, ডাল, তেল, চিড়া, গুড়, লবণ, পানি, স্যালাইন ও মোমবাতি সংবলিত ৫০০ ব্যাগ খাদ্যদ্রব্য সংশ্লিষ্ট জেলার ডিসি মো. জাহাঙ্গীর হোসেনের কাছে শিপার্স কাউন্সিলের সহকারী সচিব আব্দুল জব্বার এবং মো. মিজানুর রহমান হস্তান্তর করেন। এ সময় জেলার এডিসি অসীম কুমার বণিক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
