শেয়ার বিজ ডেস্ক: অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত (ওআইসি) দেশগুলোয় সাত কোটি ৩০ লাখ বেশি যুবক বেকার। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের প্রেসিডেন্ট ড. বন্দর এমএইচ হাজ্জার সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগের অভাবে এসব দেশে বেকার যুবকের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। খবর আরব নিউজ।
আইভোরি কোস্টের আবিদজানে গ্রুপ কাউন্সিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে হাজ্জার এ তথ্য জানান। এ সময় তিনি দারিদ্র্য মোকাবিলা ও বেকারত্ব দূরীকরণে ওআইসি সদস্য দেশগুলোকে পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
জাতিসংঘের পর ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা। এছাড়া মুসলিম দেশগুলোর বৃহত্তম সংগঠন। এর সদস্যসংখ্যা ৫৭।
বিশ্বের ১৭৫ কোটি যুবকের মধ্যে প্রায় ৫০ কোটি বা ২৮ দশমিক পাঁচ শতাংশই ওআইসি সদস্য দেশগুলোর।
আইডিবির প্রেসিডেন্ট যুবকদের ভূমিকা বাড়াতে বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ-সুবিধার জন্য সামাজিক কর্মসূচি বাড়ানোর প্রতি জোর দিয়েছেন। এছাড়া শিক্ষার মান বৃদ্ধি ও উদ্যোক্তা হয়ে যুবকদের উৎসাহিত করার বিষয়ে সুপারিশ করেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুযোগ-সুবিধা বাড়াতে এবং সব মিলিয়ে ব্যবসায়িক পরিবেশ ভালো করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান হাজ্জার।
তিনি বলেন, যুবকদের উন্নয়নে কারিগরি শিক্ষা কর্মসূচি, কর্মসংস্থানের জন্য শিক্ষাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে আইডিবি।
চলতি বছরের শুরুতে সদস্য দেশ ইন্দোনেশিয়ায় মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলনে মানবসম্পদ খাত নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকে বেকারত্ব ইস্যু নিয়ে, বিশেষ করে নতুন প্রজš§ ও শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশটি মানবসম্পদ খাতে ইসলামিক আদর্শে গবেষণা ফোরাম গঠনের প্রস্তাব দেয়।