বরিশালে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক মো. মশিউর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮-এর সদস্যরা।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর উপপরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গ্রেপ্তার মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে ও মোল্লা ট্রাভেলসের চালক।

সংবাদ বিজ্ঞপ্তিতে মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে গাজীপুর থেকে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাস উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বেপরোয়া গতির একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ৪ জন। তবে ঘটনার পর থেকে মোল্লা পরিবহনের বাসটিকে ফেলে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বাস ও মাইক্রোবাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়।

এদিকে এ ঘটনার পর মাইক্রোবাস চালকের ছেলে বাদী হয়ে ২৩ জুলাই উজিরপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-৮-এর একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে পালিয়ে থাকা বাসের চালক মশিউর রহমানকে বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামিকে গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।