আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন আইন যুক্তরাষ্ট্রে

শেয়ার বিজ ডেস্ক: নতুন আগ্নেয়াস্ত্র আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র। আগ্নেয়াস্ত্রের সহিংসতা মোকাবিলায় এ আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। খবর: সিএনবিসি।

একের পর এক বন্দুক হামলায় রক্তাক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। শত চেষ্টা সত্ত্বেও এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে পুলিশ ও প্রশাসন। এজন্য কয়েক দিন আগে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একটি নতুন আইন পাশ করে যুক্তরাষ্ট্র। সেই আইন আরও শক্ত করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিন্মকক্ষে পাস হয়েছে আরও একটি বিল। এটি আইনে পরিণত হলে ‘অ্যাসল্ট ওয়েপন’ অর্থাৎ স্বয়ংক্রিয় রাইফেলের মতো অস্ত্র জনগণের হাতে সহজে আসবে না। তবে বিশ্লেষকদের মতে, রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হওয়ার সম্ভাবনা নেই।

গত শুক্রবার নিন্মকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ পাস হয় নতুন আগ্নেয়াস্ত্র বিল। ৪৩৫ সদস্যের হাউসে ২১৭ ভোটে বিলটি পাস হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন পাঁচ ডেমোক্র্যাট সদস্য।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গুলিতে প্রাণ হারিয়েছেন অনেকে। রেহাই পায়নি স্কুলের শিক্ষার্থীরাও। এই ধরনের হামলায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক আঙুল তুলেছেন বন্দুকনীতির দিকে। এই পরিস্থিতিতে গত জুনে বহু প্রতীক্ষিত আগ্নেয়াস্ত্র বিলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুমোদন পায়।

প্রসঙ্গত, বয়স ১৮ বছর হলে বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। ১৭৯১ সালে সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে বলা হয়, ব্যক্তিগত প্রয়োজনে নাগরিকরা অস্ত্র রাখতে পারবেন। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কথা ওঠার সঙ্গে সঙ্গে সংবিধানও তাই সবিশেষ আলোচনায় উঠে আসে। সেই নিয়ম বদলের জন্য গত কয়েক সপ্তাহ ধরে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। অবিলম্বে এই নিয়ম বাতিল করার দাবিতে অসংখ্য মানুষ মিছিল করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। তবে ধারণা করা হচ্ছিল, এই আইন পাস হওয়ার সম্ভাবনা কম। কেননা রিপাবলিকানরা এর বিরোধিতা করবে। এবারও একইভাবে ‘অ্যাসল্ট ওয়েপন’ নিয়ন্ত্রণ বিলেও বাধা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।