স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্য কোয়ালিটি চয়েস প্রাইজ ২০২২ অর্জন

গোল্ড ক্যাটেগরিতে ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চের (ইএসকিউআর) ‘দ্য কোয়ালিটি চয়েস প্রাইজ ২০২২’ সম্মাননা জিতল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি স্পেনের একটি হোটেলে আয়োজিত দ্য কোয়ালিটি চয়েস প্রাইজ ২০২২-এর প্রেজেন্টেশন অনুষ্ঠানে ৩৫টি দেশ ও পুরস্কার বিজয়ী ৪৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ। বিজ্ঞপ্তি