সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে: মসিক মেয়র

প্রতিনিধি, ময়মনসিংহ:ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত হয়ে সেবা দিতে হবে। মানসিকতার পরিবর্তন, উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার প্রভৃতির মাধ্যমে সেবাদান প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে। গতকাল বুধবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্রের কর্মপরিকল্পনা গ্রহণ ও ডব্লিউএলসিসি ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

এসময় তিনি আরও বলেন, ভালো সেবা প্রদানের যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে, তবে তা অর্জন করা সম্ভব। সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে। এতে সেবা যেমন বেশি দেয়া যাবে, ঠিক তেমনি সেবা প্রদানে কোনো সীমাবদ্ধতা থাকলে তাও জানানো যাবে।

ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত স্থানীয় সরকার বিভাগের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব সিটি করপোরেশন প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।