শেয়ার হস্তান্তর করবেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ হারুন শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির উদ্যোক্তা মোহাম্মদ হারুনের হাতে থাকা মোট ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ২২৪টি শেয়ার থেকে ১ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে পুত্র আনোয়ার হোসেনকে দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমান হস্তান্তর করবেন। উল্লেখ্য, আনোয়ার হোসেন প্রতিষ্ঠানটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

এদিকে আগের বছরের তুলনায় বিনিয়োগের বিপরীতে আট কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা প্রভিশন বাড়ায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের।