এনসিসি ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ২০২২ সালের জন্য ১৬ শতাংশ (১২ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক মো. আবদুল আউয়াল ও আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি