বাংলাদেশ ফাইন্যান্সকে স্বীকৃতি দিল বিআইবিএম

বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পর এবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকেও স্বীকৃতি পেল বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ গতকাল এ পুরস্কার গ্রহণ করেন। মিরপুরে বিআইবিএম মিলনায়তনে আয়োজিত সাস্টেটেইন্যাবিলিটি রেটিং প্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেন জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন হেড ফ্লোরিয়ান হোলেন ও বিআইবিএম এর মহাপরিচালক ড. মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠানটির সহ-আয়োজক প্রতিষ্ঠান দ্য জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বা জিআইজেড বাংলাদেশ। বিজ্ঞপ্তি