এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৫ রানে অল আউট করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় নবীরা। গ্রুপ পর্বের দ্বিতীয় বা শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে দলটি। যার ফলে হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল আফগানিস্তান। ১০.৩ ওভারে মাত্র ৫৩ রানেই ৫ উইকেটে বিপর্যস্ত বাংলাদেশকে টেনে তোলেন মোসাদ্দেক হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেটে তারা ৩১ বলে ৩৬ রানের জুটি গড়েন। মাহমুদুল্লাহ ২৭ বলে ১ চারে ২৫ রান করে রশিদের তৃতীয় শিকার হন।

তবে সপ্তম উইকেটে আরও দ্রুত রান তুলেছেন মোসাদ্দেক ও শেখ মেহেদি। ৩১ বলে ৩৮ রান যোগ করেন তারা। মেহেদি ১২ বলে ১৪ করে রানআউট হয়ে যান। আর মোসাদ্দেক শেষ পর্যন্ত ৩১ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ মূলত মোসাদ্দেকের একক ব্যাটিং নৈপুণ্যে।

বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে আফগানরা পৌঁছে ১৮ দশমিক ২ ওভারে। ১৩তম ওভারে ৬২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তানকে জয় এনে দেন নাজিবুল্লাহ জাদরান ও ইব্রাহিম জাদরান। মাত্র ১৭ বলে ৬ ছক্কা ও এক চারে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। তিনে নামা ইব্রাহিম করেছেন ৪১ বলে ৪২ রান। হযরতুল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৩ রান। বাংলাদেশের সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।

স্কোর : বাংলাদেশ ইনিংস- ১২৭/৭; ২০ ওভার (মোসাদ্দেক ৪৮, মাহমুদুল্লাহ ২৫, মেহেদি ১৪, আফিফ ১২, সাকিব ১১; মুজিব ৩/১৬, রশিদ ৩/২২)।

আফগানিস্তান ইনিংস- ১৩১/৩; ১৮.৩ ওভার (নাজিবুল্লাহ ৪৩, ইব্রাহিম ৪২*, জাজাই ২৩; মোসাদ্দেক ১/১২, সাকিব ১/১৩)।
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মুজিব উর রহমান (আফগানিস্তান)।