গোলাম কবির ও জামিল ইকবাল এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান

গোলাম কবির এবং মোহাম্মদ জামিল ইকবাল সম্প্রতি এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচলনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন।

গোলাম কবির বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক। তিনি জাপানি অটোমোবাইল বিশ্বব্যাপী রপ্তানিতে একজন সফল রপ্তানিকারক। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানির প্রেসিডেন্ট ও ওশান অটো বাংলাদেশ এবং কে এম ইন্টারন্যাশনালের কর্ণধার।

জামিল ইকবাল বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ নাগরিক। তিনি দেশের অন্যতম বৃহত্তম কন্সট্রাকসন কোম্পানি মেসার্স এমডি জামিল ইকবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সিলেটে জন্মগ্রহণকারী ইকবাল দেশের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন সদস্য। বিজ্ঞপ্তি