সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ

ফারমার্স ব্যাংকের বাবুল চিশতীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাল চেক ও ঋণ বিতরণের ভুয়া অধিযাচনপত্রের মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে।

গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) সহকারী পরিচালক মো. সহিদুর রহমান মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেনÑফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীম, ভাইস প্রেসিডেন্ট ও দ্বিতীয় কর্মকর্তা মো . লুৎফুল হক এবং রমনার বাসিন্দা আজিজুল করিম।

মামলার এজাহারে অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ঋণের জন্য জামানত করা চেক জাল করে ও ঋণ বিতরণে ভুয়া অধিযাচনপত্র তৈরি করেন। এরপর গুলশান করপোরেট শাখা থেকে ৮টি চেকের মাধ্যমে ৩ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। যা দণ্ডবিধির ৪০৩/৪০৬/৪০৯/৪১৭/৪১৮/৪২০/৪৬৮/৪৬৯/৪৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে গত ২৯ আগস্ট ফারমার্স ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক ভাইস চেয়ারম্যান ড. আতহার উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহম্মদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।